পদ্মসেতু প্রকল্পে ২৪০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীন। দু’দেশের সরকারি পর্যায়ে বিওওটির (বিল্ড-ওউন-অপারেট-ট্রান্সফার) আওতায় এ প্রকল্পে বিনিয়োগ তথা অর্থায়ন করতে চায় তারা।
মঙ্গলবার সচিবালয়ে চীনা প্রতিষ্ঠান পলি টেকনোলজিসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘প্রস্তাবটি কিছুদিন আগে তারা দিয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রস্তাবটি যাচাই-বাছাই করে দেখছে। এটি আমাদের জাতীয় স্বার্থের অনুকূলে হলে এ মাসের মধ্যেই দুদেশের সরকারি পর্যায়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।’
সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে প্রস্তাবটির বিষয়ে বিস্তারিত কিছু বলতে অপারগতা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মাসেতু প্রকল্পে অর্থায়নের বিষয়ে বিশ্বব্যাংক আমাদের যে প্রস্তাব দিয়েছিল চীনের এ প্রস্তাবটি সে তুলনায় খারাপ নয়। এটি হলে আমাদের ওপর বৈদেশিক মুদ্রার চাপ কমবে।’
মন্ত্রী বলেন, ‘এছাড়া বৈঠকে বাংলাদেশের বিভিন্ন অবকাঠামোগত খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে তারা। এর মধ্যে “ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেস ওয়ে” নির্মাণ প্রস্তাবটি উল্লেখযোগ্য। এটি করতে হলে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে হবে। তবে সরকারের মেয়াদ থাকতেই আমরা কিছু কাজ এগিয়ে রাখতে চাই।’