শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে বিএনপি সংসদ নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার।
মঙ্গলবার কুমিল্লার তিতাস উপজেলার করিকান্দি বাজারে জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্মেলনে এ কথা বলেন তিনি।
এমকে আনোয়ার বলেন, সংবিধান সংশোধন করে গায়ের জোরে ক্ষমতায় থেকে জাতীয় নির্বাচন করলে জনগণ তা মেনে নেবে না।
আদিলুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপি সভাপতি মনিরুল হক তপন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সরকার,ওসমান গনী ভূঁইয়া, আক্তারুজ্জামান সরকার, মো. জাদু মিয়া প্রমুখ।