মল্লিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

0
138
Print Friendly, PDF & Email

অশ্লীল নাচের জন্য বলিউড অভিনেত্রী মল্লিকা শেরওয়াতের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন মুম্বাইয়ের একটি জেলা আদালত। সোমবার মুম্বাইয়ের ভাদোদারা জেলা আদালত মল্লিকার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
 
একই সঙ্গে আগামী ১৯ আগস্টের মধ্যে তাকে এ বিষয়ে জবাবদিহি করতেও বলা হয়েছে।   
 
জানা যায়, ২০০৬ সালের ৩১ ডিসেম্বর নতুন বছরের সূচনালগ্নে মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলের পার্টিতে মল্লিকা নাচ পরিবেশন করেন। মল্লিকার ওই নাচকে অশ্লীল ও কুরুচিপূর্ণ আখ্যা দিয়ে বারোদা বার অ্যাসোসিয়েসনের সাবেক প্রেসিডেন্ট নরেন্দ্র তিউয়ারি মল্লিকার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
 
মূলত সেই মামলার সূত্রেই সোমবার মল্লিকার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ বিষয়ে জবাবদিহি করার জন্য ভাদোদারা জেলা আদালত গত সপ্তাহে তার বিরুদ্ধে সমন জারি করলেও মল্লিকা তাতে কর্ণপাত না করায় এই ব্যবস্থা নেয়া হয়।  
 
নরেন্দ্র তিউয়ারি জানান, তিনি মল্লিকার ওই নাচটি টেলিভিশনে দেখেন। আর তারপরই তিনি এই নায়িকা বিরুদ্ধে মামলা করেন। 

শেয়ার করুন