বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে আগামী ১৩ জুলাই ইফতার মাহফিল আয়োজন করছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ঐ দিন সংসদ ভবনের এলডি হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
এরইমধ্যে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে দাওয়াতপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিএনপির দলীয় সূত্র।
সোমবার দুপুরে আওয়ামী লীগ নেতাদের দাওয়াতপত্র নিয়ে খালেদা জিয়ার একটি প্রতিনিধি দল ধানমন্ডিস্থ আওয়ামী লীগ কার্যালয়ে যায়। সেখানে উপস্থিত আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তির কাছে দাওয়াত পত্র পৌঁছে দেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি ও আসাদুল করিম শাহীন।
এ সময় তাদের সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের মিডিয়া কর্মকর্তা শামছুদ্দিন দিদার।
সেখানে তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম মেম্বারসহ সিনিয়র নেতাদের দাওয়াতপত্র দেন।