বাল্যবিয়ে করতে গিয়ে শ্রীঘরে

0
588
Print Friendly, PDF & Email

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে বিয়ে করতে যাওয়া বরসহ চারজনকে একমাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার রাত দশটার দিকে কাশিয়ানির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল লতিফ এ সাজা দেন।

কাশিয়ানী থানার ওসি বেলায়েত হোসন বলেন, উপজেলার রামপুরা গ্রামের মান্নান শেখের মেয়ে গোয়ালগ্রাম মাদ্রসার ৫ম শ্রেণির ছাত্রী লিমার সঙ্গে মুকসুদপুর উপজেলার কাওয়ালদিয়া গ্রামের ইসমাইল শেখের ছেলে নিজামুল শেখের বিয়ে ঠিক হয়।

“রোববার রাতে বিয়ের অনুষ্ঠানিকতা শুরু হলে গোপান সংবাদ পেয়ে ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে চার জনকে আটক করে সাজা দেন।

দণ্ডিতরা হলেন বর নিজামুল শেখ, মেয়ের বাবা মান্নান শেখ (৪০), বরের চাচা হানিফ শেখ এবং ঘটক আলী হোসেন।

শেয়ার করুন