আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় ৬০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
ঢাকার দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ মো. হেলালউদ্দিন সোমবার অভিযোগ গঠনের শুনানি শেষে এই আদেশ দেন।
এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ২৫ অগাস্ট দিন রেখেছেন তিনি।
এ আদালতের অতিরিক্ত পিপি আনন্দ চন্দ্র বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৬০ আসামির মধ্যে ৩০ জন জামিনে রয়েছেন। বাকিদের মধ্যে ৫ জন কারাগারে, ২৫ জন পলাতক।
জামিনে থাকা ও গ্রেপ্তার আসামিরা অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন। তারা নিজেদের নির্দোষ দাবি করে অব্যাহতি চাইলেও বিচারক তা নাকচ করে দেন।
২০১১ সালের ৭ জুলাই শবে বরাতের রাতে আমিন বাজারের বড়দেশী গ্রামসংলগ্ন কেবলার চরে ঢাকার ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। সে সময় তাদের সঙ্গে থাকা আল আমিন প্রাণে বেঁচে যান।
পরে বিচার বিভাগীয় তদন্তে আল আমিনসহ নিহত ছাত্ররা নিরপরাধ প্রমাণিত হলেও স্থানীয় বালু ব্যবসায়ী মালেক ডাকাতির অভিযোগ এনে আল আমিনের বিরুদ্ধে মামলা করেন।
আর নিহত ছাত্রদের ডাকাত সন্দেহে হত্যা করায় সাভার থানা পুলিশ এ মামলাটি দায়ের করে, যাতে গত ১৩ জানুয়ার ৬০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় র্যর্যাব।