প্রায় সোয়া ২ লাখ চাকরিপ্রার্থী ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল জানতে পারবেন সোমবার।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, “৮ জুলাই বিকাল ৫টায় কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd ফল প্রকাশ করা হবে।”
এছাড়া টেলিটক মোবাইল থেকে BCS লিখে স্পেস দিয়ে ৩৪ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে টেক্সট ম্যাসেজ পাঠিয়েও ফল জানা যাবে।
তবে এবার কমিশনের নোটিশ বোর্ডে ফল টাঙানো হবে না বলে মোশাররফ হোসেন জানান।
গত ২৪ মে প্রিলিমিনারি পরীক্ষায় ২ লাখ ২১ হাজার ৫৭৫ জন চাকরিপ্রার্থী অংশ নেন, সংখ্যার দিক দিয়ে যা রেকর্ড।
বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২টি পদে নিয়োগ দিতে গত ৭ ফেব্রুয়ারি এই বিসিএসের বিজ্ঞাপন প্রকাশ করে পিএসসি।