শিগগিরই গঠিত হতে যাচ্ছে সাইবার অপরাধ ট্রাইব্যুনাল। এ ট্রাইবুন্যালে ৬ জন সদস্য থাকছেন। ট্রাইব্যুনালটির কার্যক্রম প্রথম ঢাকায় শুরু হবে। পরবর্তীতে তা সারা দেশে চালু হবে।
বিটিআরসির সহকারী পরিচালক রহমান খান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এতে প্রধান দায়িত্ব পালন করবেন একজন জেলা ও একজন দায়রা জজ।
সাইবার ক্রাইমের সাথে জড়িত প্রমাণিত হলে আদালত অভিযুক্তকে দশ বছর কারাদণ্ড অথবা এক কোটি টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারবে।
বাংলাদেশের কোনো ব্যক্তি যদি দেশের বাইরে এমন অপরাধ করেন তবে তার ক্ষেত্রেও এ আইনটি প্রযোজ্য হবে।
বিটিআরসির সহকারী পরিচালক বলেন “ দেশে সাইবার অপরাধ বেড়ে যাওয়ায় আইনানুগ ব্যবস্থা নেয়া জরুরি। ট্রাইব্যুনাল গঠিত হলে এ অপরাধ প্রবণতা কমে আসবে।”