সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী যৌন নির্যাতনের শিকার

0
151
Print Friendly, PDF & Email

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী যুক্তা মুখী মানসিক ও যৌন নির্যাতন করছে তার স্বামী। তার স্বামী নাগপুরের হোটেল ব্যবসায়ী প্রিন্স তুলি। যুক্তা তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনে গত বৃহস্পতিবার রাতে আম্বলি থানায় একটি অভিযোগ দায়ের করেন। (খবর-দ্যা ইন্ডিয়ান এঙপ্রেস)।

যুক্তা অভিযোগে উল্লেখ করেন তার স্বামী তাকে অস্বাভাবিক যৌন কাজে বাধ্য ও শারিরীক নির্যাতন করে আসছে। তিনি পুলিশের কাছে অভিযোগ করেন তার স্বামী এই কাজে তাকে কয়েক বছর ধরেই জোর জবরদোস্তি করে আসছে।

থানার দারোগা প্রভাকর মেধে বলেন, আমরা দুই-এক দিনের মধ্যেই তুলি অথবা তার পরিবারকে গ্রেফতার করতে পারবো বলে আশা করছি।

৩৬ বছর বয়সি যুক্তা ১৯৯৯ সালে মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন। তখন তার বয়স ছিল ২২ বছর। বিশ্বসুন্দরী হওয়ার পর তিনি তার অভিনয় জীবন শুরু করেন। এরপর ২০০৮ সালে তিনি তুলিকে মুম্বাইতে বিয়ে করেন।

শেয়ার করুন