অর্থ পাচার মামলায় ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির পরিচালক শিরিন আক্তারকে চারদিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম শামসুল আরেফিন মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মোজাহার আলী সরকার আসামিকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
রিমান্ড আবেদনে উল্ল্লেখ করা হয়, এ আসামিসহ ডেসটিনির ২২ পরিচালক ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ১ হাজার ১৭৮ কোটি ৬১ লাখ টাকার অধিক পাচার বা স্থানান্তর করেন।
এ পাচারের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা জানার জন্য এ আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
আসামিকে রিমান্ডে নেওয়ার সপক্ষে বক্তব্য রাখেন দুদকের আইনজীবী কবির হোসেন। অন্যদিকে এ আসামির রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তার আইনজীবী।
শুনানি শেষে বিচারক আসামিকে চার দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।
অর্থ পাচারের অভিযোগে দুদক ডেসটিনির ২২ পরিচালকের বিরুদ্ধে কলাবাগান থানায় দু’টি মামলা করে। মামলা দু’টিতে কোনো অভিযোগপত্র দেয়নি দুদক।