ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হীরার গহনাসহ রাজেশ নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
কাস্টমস কর্মকর্তারা জানান, তার কাছে পাওয়া গহনার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।
কাস্টমসের সহকারী কমিশনার সম্প্রীতি পরামাণিক জানান, বুধবার রাতে এয়ার ইন্ডিয়ার ২৩০ নম্বর ফ্লাইটে ঢাকায় আসেন রাজেশ। তার ব্যাগ ও শরীর তল্লাশি চালিয়ে সাড়ে তিন কোটি টাকার হীরার গহনা উদ্ধার করা হয়।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে রাজেশকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
উদ্ধারকৃত গহন কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা আছে বলেও তিনি জানান।