গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ফল পক্ষে নিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “নির্বাচনের ফল আওয়ামী লীগের পক্ষে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দকৃত অর্থ গরীব মানুষের মাঝে বিতরণ করা হবে।” ক্ষমতাসীন মহল উস্কানি দিয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, “সরকারের তরফ থেকে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। সরকারি কর্মকর্তাদের নির্বাচনে কাজ করার জন্য বলা হচ্ছে।”
মির্জা ফখরুল বলেন, “প্রধানমন্ত্রীর কার্যালয়ে গঠিত টিম নির্বাচনে কাজ করছেন। এইচ টি ইমাম, যোগাযোগমন্ত্রী, জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে এ টিম উত্তরায় একটি বাসায় বসে মনিটরিং করছেন।”
উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল সমর্থিত আজমত উল্লা খান ও বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সমর্থিত এমএ মান্নান মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করছেন। আগামী ৬ জুলাই এই নির্বাচন অনুষ্ঠিত হবে।