বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদের রাজধানীর আদাবরের বাসা থেকে চলে গেছে পুলিশ। রিজভীর বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিষয়ে কথা বলতে পুলিশ তার বাসায় এসেছিল বলে সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার সকাল থেকে থেকে পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা মোহাম্মদপুর হাউজিংয়ে রিজভীর পুরো বাসাটি ঘিরে রাখেন। এতে রিজভী আহমদের পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।
এক পর্যায়ে পুলিশের কর্মকর্তারা বাসার ভেতরে ঢুকে রিজভী আহমেদের সঙ্গে কথা বলেন। আধা ঘণ্টা পরে তারা চলে যান। এরপর সকল পুলিশ সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়।
রিজভীর বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিষয়ে কথা বলতে তারা এসেছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে রিজভী আহমেদ বলেন, ভোররাত থেকেই পুলিশ পুরো বাসা ঘিরে রেখেছে। এতে আমার পরিবার শঙ্কায় রয়েছে।
তবে পুলিশের পক্ষ থেকে কোনো কিছুই জানানো হয়নি বলে তিনি জানান।