যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন চার সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ে অবশ্য আওয়ামী লীগ বেকায়দায় রয়েছে। আজ এই পরাজয়ের প্রয়োজন ছিল। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এ পরাজয়ে নিজেদের একটা শিক্ষা নেওয়ার সুযোগ হয়েছে। এতে ভুল সংশোধনের বিষয়টি সামনে চলে আসবে। মন্ত্রী বলেন, রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চ শুরু হয় তখন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ছিল এক রকম। আর হেফাজত ইসলামের কর্মসূচির পর রাজনৈতিক প্রেক্ষাপট হয়ে যায় অন্যরকম। সিটি করপোরেশনের নির্বাচনের পর তা আবার বদলে যায়। আগামী চার মাসে আরো অনেক কিছু ঘটতে পারে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাচনের দুই মাস আগেও পিছিয়ে ছিলেন। কিন্তু তিনি নির্বাচনে ঠিকই জিতেছেন।