মিশরের প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসি তার পদত্যাগের ব্যাপারে বিরোধীদের বেধে দেয়া ৪৮ ঘন্টার সময়সীমা প্রত্যাখান করেছেন।
প্রেসিডেন্ট মুরসি দেশটির সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠকের পর বিরোধীদের দাবি প্রত্যাখ্যান করে এক কড়া বিবৃতি প্রকাশ করে বিরোধীদের দেয়া আল্টিমেটাম প্রত্যাখ্যান করেন।
সোমবার সেনাপ্রধানের সঙ্গে মুরসির সাক্ষাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী হিশাম কান্দিল। প্রেসিডেন্ট মুরসির ফেইসবুক পেইজে এ তথ্য দেয়া হয়েছে।
ফেইসবুক পেইজে আপডেট করা ছবিতে দেখা যাচ্ছে- হাস্যরত অবস্থায় তিনজন বৈঠক করছেন। তবে, এ ছবি কখন তোলা তা পরিষ্কার নয়।
এদিকে, ক্ষমতাসীন ইখওয়ানুল মুসলিমিন বলেছে, প্রেসিডেন্ট মুরসির বিরুদ্ধে সেনা অভ্যুত্থানের আশঙ্কা নেই। ইখওয়ানুল মুসলিমিনের রাজনৈতিক সংগঠন ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির নেতা ইয়াসের হামজা এ কথা বলেছেন।