ডেইলী মিরর পত্রিকার সমালোচনা করলেন প্রধানমন্ত্রী

0
172
Print Friendly, PDF & Email

মন্ত্রিসভা শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান শ্রম আইন সংশোধনে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এদিকে এ বৈঠকে রানা প্লাজার ধ্বংসস্তুপ থেকে সর্বশেষ জীবিত উদ্ধারকৃত রেশমাকে নিয়ে যুক্তরাজ্যের মিরর পত্রিকায় প্রকাশিত নেতিবাচক সংবাদের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশকে হেয় করার জন্য এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ সংবাদের প্রতিবাদ জানানোর নির্দেশ দেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)’তে দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্ন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এ কমিটির নেতৃত্ব দেবেন। তিনি জানান, সরকার এ কমিটির প্রতিবেদন পাওয়ার পর কলকারখানার কর্মপরিবেশ উন্নয়নের পরবর্তী পদক্ষেপ নেবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকার আশা করছে, শ্রম আইনের আরো উন্নয়ন ঘটলে বাংলাদেশকে প্রদত্ত জেনারেলাইজ্ড সিস্টেম অব প্রিফারেন্স (জিএসপি) প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পরিবর্তনে ইতিবাচক প্রভাব পড়বে।

শেয়ার করুন