গাজীপুর সিটি নির্বাচনে সেনা মোতায়েন করুন: মির্জা ফখরুল

0
126
Print Friendly, PDF & Email

গাজীপুর সিটি নির্বাচনে আবারো সেনা মোতায়েনের দাবী তুলেছে বিএনপি। দলটির পক্ষ থেকে মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে অনলাইন নিউজ পোর্টাল শীর্ষ নিউজ ডটকমের পুনঃযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেয়ার সময় এ দাবী জানান।

মির্জা ফখরুল বলেন, পত্রিকায় দেখলাম গাজীপুরের নির্বাচনের জন্য ৩৯২ জন দলীয় প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। সরকার দলীয় লোকজন নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করছে এবং প্রশাসন বিভিন্নভাবে প্রভাব বিস্তার করছে। চার সিটি করপোরেশন নির্বাচনে সরকার ফলাফল নিজেদের পক্ষে নেয়ার চেষ্টা করলেও জনগণের ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করেছে। নির্বাচন কমিশনকে এসব বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে সুষ্ঠু নির্বাচন এবং নিজেদের নিরপেক্ষতা প্রমাণের জন্য নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান ফখরুল।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলে তার কণ্ঠ চেপে ধরেছে। গণমাধ্যমের কণ্ঠ রোধ করার ষড়যন্ত্র করছে।তারা ক্ষমতায় আসার পর কয়েকটি টিভি চ্যানেল ও পত্রিকা বন্ধ করেছে। দুর্নীতির বিষয়ে প্রতিবেদন প্রকাশের জন্য শীর্ষ নিউজ সম্পাদককে গ্রেফতার করা হয় এবং পত্রিকাটির বন্ধ করে দেয়া হয়।

চার সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের সমর্থিত প্রার্থী জয়ী হলেও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির এই মুখপাত্র।

তিনি শীর্ষ নিউজ ডটকমের সাফল্য কামনা করেন। এসময় পত্রিকাটির সম্পাদক একরামুল হক ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী গৌতম চক্রবর্তী, বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব এম আবদুল্লাহ বক্তব্য রাখেন। পরে কেক কেটে পত্রিকাটির শুভ উদ্বোধন করেন মির্জা ফখরুল।

শেয়ার করুন