লন্ডনে স্কলারশিপ পেলো ২০ বাংলাদেশি

0
187
Print Friendly, PDF & Email

 আগামী সেপ্টেম্বর সেশনে প্রাথমিক পর্যায়ে বাংলাদেশি ২০ জন শিক্ষার্থীর জন্য  স্কলারশিপ ঘোষণা করেছে লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়।

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লন্ডন মেট্রোপলিটন  বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিচালক মার্ক বিকারটন এই ঘোষণা দেন।

তিনি বলেন, বাংলাদেশের অনেক মেধাবী শিক্ষার্থী লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে সম্মানজনক নানা পেশায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।

মার্ক আরো বলেন, ‘বাংলাদেশের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী ইতোমধ্যে লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেছেন।’

স্কলারশিপ লাভে কী ধরনের যোগ্যতার প্রয়োজন জানতে চাইলে তিনি বলেন, ‘এই  স্কলারশিপ পেতে হলে শিক্ষার্থীর আইএলটিএস গড় অবশ্যই ৭.৫ থাকতে হবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়টির বাংলাদেশ অ্যালামানাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তানজিম আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাত  জাহান ও বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এম মাজহারুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন