নওগাঁ পৌরসভার বাজেট ঘোষণা

0
309
Print Friendly, PDF & Email

 নওগাঁ পৌরসভার ২০১৩-২০১৪ সালের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। 

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে পৌর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র নজমূল হক সনি এই বাজেট ঘোষণা করেন। 

অনুষ্ঠানে মেয়র জানান, এবার নওগাঁ পৌরসভার প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ২৪ কোটি ৯৪ লাখ ৯২ হাজার ৬৬ টাকা। ব্যায় ধরা হয়েছে ২৪ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫২৭ টাকা। মোট উদ্বৃত্ত ধরা হয়েছে ৬০ লাখ ৫৪ হাজার ৫৩৯ টাকা। 

এবারের বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে আট কোটি ৬৩ লাখ ৪৯ হাজার ৫৩৯ টাকা। ব্যয় ধরা হয়েছে আট কোটি চার লাখ ৯৫ হাজার টাকা। রাজস্ব উদ্বৃত্ত ধরা হয়েছে ৫৮ লাখ ৫৪ হাজার ৫৩৯ টাকা। 

এছাড়া এবার ১৬ কোটি ৩১ লাখ ৪২ হাজার ৫২৭ টাকা উন্নয়ন আয় ও ১৬ কোটি ২৯ লাখ ৪২ হাজার ৫২৭ টাকা ধরা হয়েছে উন্নয়ন ব্যয়। উন্নয়ন উদ্বৃত্ত ধরা হয়েছে দুই লাখ টাকা। 

মেয়র বলেন এবারের বাজেটে নতুন করে কর আরোপ বৃদ্ধি করা হচ্ছে না। 

বাজেট অনুষ্ঠানে পৌর কাউন্সিলরসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন। 

শেয়ার করুন