গাজীপুর সিটি কর্পোরেশনে (জিসিসি) ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানের দোয়াত-কলমের পক্ষে গণসংযোগ করেছেন ১২ সংসদ সদস্য।
রোববার সকাল থেকে রাত পর্যন্ত জিসিসির ১ থেকে ১২নং ওয়ার্ডে তারা গণসংযোগ করেন।
প্রচারণায় অংশ নেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. নাসিম, মোস্তফা জালাল মহিউদ্দিন, শাহরিয়ার আলম, উকিল আব্দুস সাত্তার, মাহবুব আরা গিনি, আব্দুল্লাহ আল ইসলাম জেকব, নুরুন্নবী শাওন, ডা. মুরাদ হাসান, আব্দুল বাতেন, আ. মান্নান, আমানুর রহমান ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
গাজীপুর পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন বাংলানিউজকে জানান, সাংসদদের প্রচারণাকালে শত শত ভোটার দোয়াত-কলমের পক্ষে স্লোগান দেয়। কোনাবাড়ি-কাশিমপুর এলাকার গার্মেন্ট শ্রমিকরা ১৪দলের প্রার্থীকে ভোট দেবেন বলে সাংসদদের প্রকাশ্যেই জানিয়ে দেন।