বিরোধী দলের অনুপস্থিতিতে বাজেট পাস

0
139
Print Friendly, PDF & Email

 সংসদের বিরোধী দলের ওয়াক আউটের মধ্যেই ২০১৩-১৪ অর্থ বছরের ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার বাজেট পাস হয়েছে।এটি মহাজোট সরকারের শেষ বাজেট।

রোববার বিকেলে সংসদে বাজেট পাস হয় এবং প্রস্তাবিত বাজেটে কিছু সংশোধনী আনা হয়।

ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় বাড়তি সময় না দেয়ায় বাজেট পাসের আগে বিরোধী দল অধিবেশন কক্ষ ছেড়ে যায়।

জমি কেনার ক্ষেত্রে ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা সুযোগ আর রাখা হচ্ছে না এই বাজেটে। আগের দিন পাস হওয়া অর্থবিলে শুল্ক কাঠামোয় আরো কিছু পরিবর্তন আনা হয়েছে।

প্রধানমন্ত্রী ৮টি বিষয়ের প্রস্তাব নতুন করে বিবেচনার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধের পর তাতে সংশোধনী আনা হয়।

সংবাদপত্রগুলোর নিউজপ্রিন্ট আমদানির ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব থেকে সরে এসে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

সংশোধনীতে প্লাস্টিকের তৈরি তৈজসপত্র ও গৃহস্থালী সামগ্রী এবং অ্যালুমিনিয়াম ও এনামেলের তৈরি তৈজসপত্রের ওপর থেকে অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। বাজেট প্রস্তাবে আসবাবপত্র ও মিষ্টির দোকানকে সেবা খাতের আওতা থেকে বের করে পণ্য হিসাবে ঘোষণা করা হয়েছিল। সংশোধনীতে তা প্রত্যাহার করে নেয়া হয়েছে।

ক্যান্সারের চিকিৎসায় ব্যয়বহুল দুটি ওষুধ আমদানির ক্ষেত্রে অগ্রিম মূসক প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ১৮শ সিসি রিকন্ডিশন্ড গাড়ির শুল্ক কমানো হয়েছে।

২০১৩-১৪ অর্থ বছরের বাজেট ৬ জুন জাতীয় সংসদে পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শেয়ার করুন