ভৌগোলিক অবস্থানের কারণে সিঙ্গাপুরের চেয়ে বাংলাদেশের ধনী দেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি চীনের চেয়েও উন্নয়ন করতে পারে বাংলাদেশ।
বাংলাদেশের এ অপার সম্ভাবনার কথা জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
রাজধানীতে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে সোশ্যাল বিজনেস ইয়ুথ কনভেনশন-২০১৩ অনুষ্ঠানে তিনি বলেন, “সিঙ্গাপুরের চেয়ে বাংলাদেশের ধনী রাষ্ট্র হওয়া সম্ভব। এর কারণ ভৌগোলিক অবস্থান ।
আশেপাশের দেশগুলোকে তাদের যোগাযোগ রক্ষা করতে হলে বাংলাদেশকে মাধ্যম হিসেবে নিতে হবে। তাছাড়া কোনো বিকল্প নাই।”
বঙ্গোপসাগর বাংলাদেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে গুরত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, বাংলাদেশের বে অব বেঙ্গল রয়েছে কিন্তু চীনের নেই। চীন উন্নতি করেছে, (বঙ্গোপসাগরের কারণে) বাংলাদেশ তার চাইতে উন্নীতি করতে পারে।
দারিদ্য বিমোচনে তরুণদের ভূমিকা প্রসঙ্গে বলেন, অর্থ কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে সিস্টেম।
দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাকে ইঙ্গিত করে তিনি বলেন, যদি সিস্টেম ঠিক থাকে, আমার পরিকল্পনা ঠিক থাকে তাহলে যেকেউ বিনিয়োগ করবে।
বিনিয়োগকারী পেতে নিজের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি।
দেশের শাসন ও অর্থনীতিতে ভূমিকা রাখতে তরুণদের নেতৃত্বে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
দেশের তরুণদের প্রযুক্তিগত সৃষ্টিশীলতার প্রশংসা করেন তিনি। একে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা।
অনুষ্ঠানে ডোফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক লুৎফর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।