শসা চাষ করে নেত্রকোনার অনেক চাষি এখন স্বাবলম্বী হয়েছেন। জেলা সদরসহ ১০টি উপজেলায় এবার শসার ব্যাপক আবাদ করেছেন চাষিরা।
জেলা সদর, কেন্দুয়া, আটপাড়া, বারহাট্টা, পূর্বধলা ও মোহনগঞ্জ উপজেলায় এবার হাইব্রীড জাতের শসার আবাদ বেড়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জানান, গত বছরের চেয়ে এবার বেশি জমিতে শসা চাষ হয়েছে।
এবার জেলায় আড়াই হাজার হেক্টর জমিতে সবজির উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল।
তার মধ্যে শধু শসা চাষ হয়েছে আড়াই শত হেক্টর জমিতে। যা গত বছরের লক্ষ্যমাত্রার চাইতে দেড়গুন।
সদর উপজেলার বিজয়পুর গ্রামের এক কৃষক জানান, শসা চাষ করে এখন তিনি স্বাবলম্বী হয়েছে।
কয়েক বছর আগে নিজের ১০ শতক জমিতে হাইব্রীড জাতের শসা চাষ করেন। প্রথম বারেই ফলন ভাল হওয়ায় ও বাজারে ভাল দাম পাওয়ায় লাভ হয় অনেক টাকা।
পরবর্তীতে নিজের জমির পাশাপাশি অন্যের জমি বর্গা নিয়েও শসা চাষ করেন তিনি।
তিনি বলেন, “আগে ঠিক মত খাইতেও পাইতাম না। এহন শসা লাগাইয়া টেহা পয়সার মুখ দেখছি। পোলাপাইনদেরও ইস্কুলে লেহাপড়া করাইতে পারতাছি।”
চাহিদা থাকায় ও বাজারে ভাল দাম পাওয়ায় তার মতো অনেকেই তাই শসা চাষ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে।