গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৮ দলীয় জোট প্রার্থী এম এ মান্নানের সমর্থনে প্রচারণা সভা করেছেন বিএনপির শীর্ষ নেতারা। শুক্রবার সন্ধ্যা ৭টায় গাজীপুর মহানগরের শিমুলতলীতে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, জাতীয়তাবাদী যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রমুখ।
এর আগে নেতারা শিমুলতলী, চত্বর বাজার, বিআইডিসি, ভুরুলিয়া, পাজুলিয়া, দেশিপাড়া, মালিয়ালীসহ বেশ কিছু জায়গায় প্রচারণা চালান।
এসময় তাদের সঙ্গে ছিলেন গাজীপুর জেলা যুব দলের সভাপতি অ্যাডভোকেট এমদাদ খান, সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাজ্জাকসহ স্থানীয় ও জাতীয় নেতারা।