ইতালিকে হারিয়ে ফাইনালে পৌছালো স্পেন। ম্যাচ ও অতিরিক্ত সময়ের মোট ১২০ মিনিট গোলশূন্য থাকলে খেলা গড়ায় টাইব্রেকারে। ৬-৬ সমতার পর সাডেন ডেথে ম্যাচ জিতে নেয় স্পেন। রোববারের ফাইনালে বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ স্বাগতিক ব্রাজিল।
গোল করলেই কনফেডারেশন কাপের ফাইনালে উঠে যাবে স্পেইন, ঠিক তাই হল। কোন ভুল করলেন না হেসুস নাভাস আবারো আজ্জুরিদের টাইব্রেকে হতাশা উপহার দিয়ে ব্রাজিলের সঙ্গী বনে গেলো বিশ্বচ্যাম্পিয়ন স্পেইন।
এর আগে নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত তারকাখচিত স্পেনের বিরুদ্ধে সমানে-সমানে লড়াই করে ইতালি। তবে বল পজেশনে বরাবরের মত ম্যাচে নিজেদের আধিপত্য ধরে রেখেছিলেন জাভি-ইনিয়েস্তারা, বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও ইতালির রক্ষণ দূর্গ ভাঙ্গতে পারেনি ভিসেন্তে দেল বসকের দল।
সিজার প্রানেল্লির দলবলও কোন অংশে পিছিয়ে ছিলো না,স্পেইনের রক্ষণদূর্গ ভেঙ্গে বেশ কবারই হানা দেয় আজজুরিরা,তবে কাসিয়াসকে ফাঁকি দেয়া সম্ভব হয়নি।
ম্যাচ গড়ায় এক্সটা টাইমে। ইতালির দূর্ভাগ্য পিছু ছাড়লো না এবারও।
অতিরিক্ত সময়ের শেষটুকু স্পেন খেললো নিজেদের সেরাটাই, তারপরও চিড় ধরলো না ইতালিয়ান ব্যকলাইনে।
দু’দলের হেড টু হেডে ১০ জয়ে এগিয়ে ছিল ইতালি, তবে লটারির ভাগ্যে বরাবই যেনো কপাল পোড়া আজ্জুরিদের, এবাও সেই স্মৃতিটা মনে করিয়ে দিলো বিশ্বচ্যাম্পিয়ন স্পেইন।
পেনাল্টি শ্যুট আউটে প্রথম শটটি নেন স্পেনের জাভি সুযোগ হাতছাড়া করেননি ইনিয়েস্তা, পিকে, বুস্কেটসদের কেউই।
শুট আউটে ভাগ্য খারাপ থাকলেও, ইতালিয়ানদের হয়েও লক্ষ্যভ্রষ্ট হননি কেউ। পিরলো, দে রসির সাথে সাথে গোল করেন জিওভিঙ্কো, আকুইলানি।
পাঁচ শটের শুট আউট শেষে এলও সাডেন ডেথ…সেখানেও ভুল হলো না ফুরিয়া রোহা কিংবা আজ্জুরিদের। সাত নম্বর শটে গড়বড় করে ফেললেন লিওনার্দো বনুচচি…
এরপরপরি হেসুস নাভাসের গোলে উল্লাসে মাতলো বিশ্বসেরারা। আবারও একটা ফাইনালের সামনে দাঁড়িয়ে স্পেন। বিশ্বফুটবলের একমাত্র অধরা শিরোপা জিততে তাদের সামনে কেবলমাত্র ব্রাজিলের বাধা।