গ্রামীণ ব্যাংককে কেউ কেড়ে নিতে পারবেনা : ইউনূস

0
165
Print Friendly, PDF & Email

গ্রামীণ ব্যাংককে কেউ কেড়ে নিতে পারবেনা বলে মন্তব্য করেছেন ব্যাংকটির প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস।

আজ শুক্রবার সকালে রাজধানীতে সোসাল বিজনেস ফোরাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, গ্রামীণ ব্যাংককে ভাঙ্গার চেষ্টাকে প্রতিহত করতে পরিচালনা পর্ষদ সদস্যদের পাশে থাকবেন তিনি।

শান্তিতে নোবেল জয়ী মুহাম্মদ ইউনূসের ৭৩তম জন্মবার্ষিকীতে আয়োজিত এই আয়োজনে যোগ দিচ্ছেন ৩০ দেশের ১৫০ জন প্রতিনিধি। অনুষ্ঠানে, বিশ্বজুড়ে সোস্যাল বিজনেসের গ্রহণযোগ্যতা তুলে ধরেন বক্তারা। বিভিন্ন দেশ থেকে আসা অতিথিদের সাথে ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্যদের পরিচয় করিয়ে দিয়ে ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংক ভেঙে দেয়ার অপচেষ্টা চলছে; এসব ষড়যন্ত্রকে প্রতিহত করতে পরিচালনা পর্ষদের সদস্যসহ সকল আন্দোলনকারীদের পাশে থাকবেন তিনি।

শেয়ার করুন