জিসিসিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২৩৫

0
176
Print Friendly, PDF & Email

গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে ২৩৫টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ তথা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে গাজীপুর পুলিশ প্রশাসন। নির্বাচনের দিন এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 
বৃহস্পতিবার সন্ধ্যায় জিসিসি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মতিয়ার রহমান বাংলানিউজকে জানান, ২৩৫টি কেন্দ্রে গুরুত্বপূর্ণ হিসেবে তালিকা তৈরি করেছে পুলিশ প্রশাসন। এছাড়া সাধারণ কেন্দ্র রয়েছে ১৫৭টি।
 
গুরুত্বপূর্ণ তথা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার কথা জানিয়ে রিটার্নিং অফিসার মো. মতিয়ার রহমান বলেন, “সাধারণ কেন্দ্রের চেয়ে এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা থাকবে বেশি। ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য প্রশাসন সব রকমের ব্যবস্থা নেবে।”
 
নির্বাচনের আগে পরে পুলিশ, ৠাব, আনসার ছাড়াও স্ট্রাইকিং ফোর্স কাজ করবে। থাকবে ভ্রাম্যমাণ আদালতও।

প্রসঙ্গত, ৬ জুলাই প্রথমবারের মতো গাজীপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩৮৪টি ভোটকেন্দ্রে মোট ১০ লাখ ২৬ হাজার নয়শ’ ৬৪ জন ভোটার এতে ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার পাঁচ লাখ ২৭ হাজার সাতশ’ ৮৩ জন ও পুরুষ ভোটার চার লাখ ৯৯ হাজার একশ’ ৮১ জন।
 
নিবার্চনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন প্রার্থী। এছাড়াও ৩০টি ওয়ার্ডের জন্য সাধারণ ৪৪৬ ও সংরক্ষিত আসনে ১২৬ জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন। 

শেয়ার করুন