ভারতের ১৫টি টেলিভিশন (টিভি) চ্যানেলের লাইন্সেস বাতিল করেছে সরকার। লাইন্সেসের শর্ত ভঙ্গ করায় ওইসব চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (আইএ্যান্ডবি)।
ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, আরও সাতটি চ্যানেলের লাইন্সেস স্থগিত করা হয়েছে। সম্প্রচার বন্ধ করে দেওয়া টেলিভিশন চ্যানেলগুলোর অধিকাংশই আঞ্চলিক। সরকারের অনুমতি না নিয়ে পরিচালনা পর্ষদ ও অংশীদারিত্বে পরিবর্তন আনায় আরও ৩৮টি টিভি চ্যানেলকে নোটিশ দিয়েছে আইঅ্যান্ডবি।
আইঅ্যান্ডবির সচিব ইউকে ভার্মা বলেন, “মন্ত্রণালয়কে না জানিয়ে মালিকানার ধরন ও পরিচালনা পর্ষদে পরিবর্তন আনায় আমরা ৩৮টি চ্যানেলকে নোটিশ দিয়েছি।”
গত কয়েক বছরে ভারত সরকার ৮৭৭টি বিনোদন ও সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেলের অনুমতি দেয়। সারদা গ্রুপের কেলেঙ্কারির পর সরকার ৩৬৮টি চ্যানেল কর্তৃপক্ষকে নোটিশ দেয় মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ নিয়ে সরকারকে অবহিত করতে।
নোটিশের সাড়া না দেওয়ার কারণে ১৫টির সম্প্রচার বন্ধ ও ৭টির লাইসেন্স স্থগিত করার এ পদক্ষেপ নিল আইঅ্যান্ডবি।