বুধবার এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে বিশ্ব ব্যাংক।
বাংলাদেশের সামাজিক নিরাপত্তা খাত জোরদার করতে ৫০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্ব ব্যাংক।সামাজিক নিরাপত্তায় বিশ্ব ব্যাংকের ৫০ কোটি ডলার
বুধবার বিশ্ব ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের ১ কোটি ৮০ লাখ মানুষের দারিদ্র্য দূরীকরণ, দক্ষতা বৃদ্ধি ও সামজিক নিরাপত্তা খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে স্বল্প সুদে এ ঋণ দেয়া হচ্ছে।
বাংলাদেশে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি ইয়োহানেস যুট বলেন, “দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশ গত ১০ বছরে উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে। সামাজিক নিরাপত্তা খাতে এই সহায়তা বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”