প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক হাফিজুর রহমান রানাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সিনিয়র স্পেশাল জজ মো. জহুরুল হকের আদালত এই রায় প্রদান করেন।
উল্লেখ্য, গত বছরের ২৩ এপ্রিল ফেসবুকে রানা প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখেন ‘হায়েনা তুই দেশকে খেয়েছিস এবার বুয়েটকে খাবি তা হতে দেওয়া হবে না।’ এরপর জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক ওইদিনই একটি সাধারণ ডায়েরি করেন। পরে ওই সাধারণ ডায়েরিটি মামলায় রূপ নেয়। ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আজ মহামান্য বিচারক তথ্যপ্রযুক্তি আইনে ৫৭(২) ধারায় ৫ বছর এবং দণ্ডবিধির ৫০৬ (হত্যার হুমকি) ২ বছর মোট ৭ বছর কারাদণ্ড প্রদান করেন।
বিশেষ জজ আদালতের প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন, আসামি এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের পর এই রায় কার্যকর শুরু হবে, এবং একই সাথে কার্যকর শুরু হবে।