ওয়েলকাম ছেড়ে দিলেন সোনাক্ষী

0
152
Print Friendly, PDF & Email

এই মুহূর্তে বলিউডের সবচেয়ে ব্যস্ত তারকা সোনাক্ষী সিনহা। তার এই ব্যস্ততার কারণে চাইলেও বেশ কিছু আকর্ষণীয় কাজ থেকে নিজেকে গুটিয়ে নিতে হচ্ছে তাকে। কিছু দিন আগেই পরিচালক আনিস বাজমীর ওয়েলকাম সিকুয়েলের ২য় চলচ্চিত্রে ওয়েলকাম ২ তে অভিনয় করার ব্যাপারটি চূড়ান্ত করেছিলেন তিনি। এখানে তার বিপরীতে জন আব্রাহামের অভিনয় করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত এই চলচ্চিত্রের কাজ ছেড়ে দিতে হচ্ছে তাকে। কারণ বর্তমানে ব্যস্ততার জন্য পরিচালকের চাহিদা অনুযায়ী সময় দিতে পারছিলেন না এই অভিনেত্রী। এ বছরে তার নতুন চলচ্চিত্রের প্রচারণা সহ আরো ৫টি চলচ্চিত্রের কাজ শেষ করার কথা। আর তাই দু পক্ষের সম্মতিতেই সোনাক্ষী ছেড়ে দিলেন এই চলচ্চিত্রের কাজ। এখন অপেক্ষা সোনাক্ষীর বদলে কাকে ওয়েলকাম করেন ওয়েলকাম ২ টীম।

শেয়ার করুন