হলমার্ক গ্রুপের নামে ২২ ব্যাংকের ২৬০টি হিসাবে থাকা ২৭০০ কোটি টাকা জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। রমনা থানায় হলমার্কের বিরুদ্ধে করা ১১টি মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বিকাল ৩টায় ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক এই আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক মো. মজিবুর রহমান ২২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা হলমার্কের ২৫০টি একাউন্ট জব্দ করার আবেদন করলে আদালত তা মঞ্জুর করে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও সিইওকে হলমার্কের থাকা ২৫০টি একাউন্টের প্রায় ৩০ কোটি টাকা জব্দ করার নির্দেশ দেন।