বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী অ্যাডভোকেট তারানা হালিম এমপি মঙ্গলবার সকাল থেকেই গাজীপুর পৌরসভার মেয়র পদে ১৪ দল মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমতউল্লাহ খানের নির্বাচনী প্রচারাভিযানে অংশ নেন।
তিনি বিভিন্ন এলাকায় ঘুরে প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন। তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেত্রী রুহুন্নেছা রুনাসহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ ১৪ দলের নেতৃবৃন্দ। প্রেস বিঞ্জপ্তি পাঠিয়েছেন জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।