চরফ্যাশনে তিন ট্রলারডুবিতে নিখোঁজ ৫ আহত ২০

0
504
Print Friendly, PDF & Email

ভোলার চরফ্যাশন উপজেলায় বঙ্গোপসাগরের ভাসান চর ও মহিউদ্দিনের চরে ঝড়ের কবলে পড়ে তিনটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে আহত হয়েছেন ২০ জন। নিখোঁজ রয়েছেন পাঁচ জন।

মঙ্গলবার দুপুরে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

আহতদের মধ্যে হেলাল ও তাহের নামে দুইজন জেলের নাম পাওয়া গেছে। বাকী আহত ও নিখোঁজদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢালচর মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি ও ট্রলার মালিক সালাম হাওলাদার বাংলানিউজকে জানান, সকালে ঢালচর থেকে জেলেরা সাগর মোহনায় মাছ ধরছিলেন।

এ সময় মহিউদ্দিনের চর নামক এলাকায় প্রবল ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে অন্য ট্রলারের মাঝিরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে।

তার মালিকাধীন অপর একটি ট্রলার ডুবে পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন বলে তিনি জানান। তবে তাদের উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে

এদিকে, একই সময় ভাসান চরে ঝড়ের কবরে পড়ে মোস্তফা মাঝির ট্রলার ডুবে যায়।

মৎস্য আড়ৎদার মাহাবুব জানান, ডুবে যাওয়া দুই ট্রলারে ২৪ জন জেলে ছিলেন। তাদের মধ্যে আহত ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।

চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ট্রলারডুবির খবর পুলিশকে কেউ জানায়নি। তবে তিনি খোঁজ নিচ্ছেন।

শেয়ার করুন