গাজীপুর নির্বাচন নিয়ে মারমুখী অবস্থানে সরকারি দল : মওদুদ

0
205
Print Friendly, PDF & Email

চার সিটি করপোরেশন নির্বাচনে হারের পর এখন গাজীপুর নির্বাচন নিয়ে সরকারি দল মারমুখী হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ফ্রি থিংকারস ফোরাম আয়োজিত ‘নারায়ণগঞ্জে ভারতীয় কনটেইনার টারমিনাল: কার স্বার্থে?’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেছেন, ‘মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমকে প্রধানমন্ত্রীর দফতরে ডেকে নিয়ে তাকে বসিয়ে দেয়া হয়েছে। এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন কিনা তা নির্বাচন কমিশন দেখবে। আমরা বলেছি কমিশন সরকারের আজ্ঞাবহ। কিন্তু তাদের সাহস থাকলে কি অবস্থায়, কেন, ভয় দেখিয়ে জাহাঙ্গীরকে বসিয়ে দেয়া হয়েছে তার বিচার করলে আমরা বুঝবো কমিশন স্বাধীন।’

সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত বিষয় জাতীয় সংসদে অশালীন শব্দের ব্যবহার। এ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘অনেক দিন পর আমরা সংসদে গেলেও শুরু থেকেই সংসদ কার্যকর রাখার কথা বলেছিলাম এবং সেজন্য পরিবেশ তৈরি করতে স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম। কিন্তু স্পিকারের ভালো একটি রুলিংয়ের পরও সরকারি দলের এমপিরা কটূক্তি করে বক্তব্য দিচ্ছেন। এখন তাদেরই একজন অশালীন বক্তব্যের জন্য ৩০ হাজার টাকা জরিমানার যে প্রস্তাব দিয়েছেন তা আমরা সমর্থন করি।’

সরকারি দলকে উদ্দেশ করে তিনি বলেন, তারা অশালীন ভাষায় বক্তব্য দিতে পারলে, আমরা কেন পারবো না।’

মওদুদ বলেন, ‘অনেক আশা নিয়ে সংসদে যোগ দিলেও আমরা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাইলে তার সদুত্তর পাই না। বিশেষ করে নারায়ণগঞ্জে কনটেইনার টারমিনাল নিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রলায়ের ওয়েবসাইটে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান, ট্রানজিট, টিপাইমুখ বাঁধ নিয়ে কথা বলতে চাইলে সরকারের পক্ষ থেকে কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি।’

নারায়ণগঞ্জে কনটেইনার টারমিনাল নির্মাণের জন্য ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে টেন্ডার আহ্বানের ঘটনার সমালোচনা করে তিনি বলেন, ‘তাহলে বাংলাদেশের স্বাধীনতা কোথায়? বাংলাদেশে কি পত্রিকার অভাব আছে? কিন্তু সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আমরা জবাব পাইনি।’ টিপাইমুখ বাঁধ ও আন্তঃনদী সংযোগ প্রকল্প সরেজমিনে ঘুরে দেখার জন্য একটি সর্বদলীয় সংসদীয় টিম গঠনের দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘সত্যিকারভাবে দেশকে ভালোবাসলে সরকারের উচিত হবে আমাদের এ দাবি মেনে নেয়া।’

শেয়ার করুন