গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন : সেনা মোতায়েনের দাবি বিএনপির

0
179
Print Friendly, PDF & Email

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। আজ বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শেরেবাংলানগরস্থ কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহম্মেদের সঙ্গে সাক্ষাত করে এ দাবি জানায়। সাক্ষাৎ শেষে বেরিয়ে এমকে আনোয়ার সাংবাদিকদের বলেন, আসন্ন গাজীপুর সিটি নির্বাচনে বিজয় নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছে সরকার। তারা সরকার দলীয় এক প্রার্থীকে (মো. জাহাঙ্গীর আলম) অপহরণ করে নির্যাতন করেছে। ওই প্রার্থীর কাছ থেকে জোরপূর্বক মুচলেকা নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য করছে। এই পরিস্থিতিতে গাজীপুরে সেনা মোতায়েন না করলে সুষ্ঠু নির্বাচন ব্যাহত হবে। তাই আমরা সেনা মোতায়েনের দাবি জানিয়েছি। এক প্রশ্নের জবাবে এমকে আনোয়ার বলেন, সেনা মোতায়েন করলে ক্ষতির কিছু নেই। কারণ দেশে-বিদেশে নানা দুর্যোগে এ বিশেষ বাহিনীকে ব্যবহার হচ্ছে। বিদেশের মিশনগুলোতে সুনামের সঙ্গে তারা দায়িত্ব পালন করছে। তাই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাদের নিরাপত্তার জন্য দায়িত্ব দেয়া হলে কি ক্ষতি হবে প্রশ্ন রাখেন তিনি। এমকে আনোয়ার বলেন, চারটি সিটি নির্বাচন সুষ্ঠু হওয়ায় আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছি। প্রতিকূল পরিস্থিতিতেও তারা সফল হয়েছে।

শেয়ার করুন