স্থায়ী কমিটির ২৬ জুনের বৈঠকে চূড়ান্ত হবে বিএনপির কাউন্সিল

0
133
Print Friendly, PDF & Email

প্রধান বিরোধী দল বিএনপির বহুল প্রতীক্ষিত জাতীয় কাউন্সিল সামনে রেখে আগামী ২৬ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে দলটির স্থায়ী কমিটির বৈঠক।

গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আসন্ন রোজার ঈদের পর অনুষ্ঠেয় বিএনপির জাতীয় কাউন্সিলের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে । এছাড়া কাউন্সিলের দিনক্ষণও চূড়ান্ত হতে পারে ওই বৈঠকে।

উল্লেখ্য, চার সিটি করপোরেশন নির্বাচনে নিজ দল সমর্থিত প্রার্থীদের বিজয়ের পরপরই ১৭ জুন চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর গমন করেন বিরোধী নেত্রী খালেদা জিয়া। আগামী ২৪ জুন তিনি দেশে ফিরবেন। তার দেশে ফেরার পরপরই ২৬ জুন স্থায়ী কমিটির ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

এছাড়া বৈঠকে আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে দলীয় কর্মকৌশল নির্ধারণ নিয়েও বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে বিএনপির ঘনিষ্ঠ একটি সূত্র মারফত।

শেয়ার করুন