বাংলাদেশে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। এটা পুরোনো খবর। প্রায় চার বছর আগেই এটি ঘোষণা দিয়েছিলো আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিল। তাই বিশ্বকাপ শুরুর ঠিক আগের বছর ভেন্যুগুলো পুরোপুরি তৈরী থাকার কথা ছিলো। কিন্তু দেশে টি-টোয়েন্টি আয়োজনের কোনো প্রস্তুতিই চোখে পড়ছে না। তাই আইসিসি বিকল্প ভেন্যুর কথা চিন্তা করছে। সেই হিসেবে এটি অন্য দেশে হবার কথাও ভাবছে তারা । এবারকার ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসির নির্বাহী কমিটির সভার এজেন্ডায়ও বিকল্প আয়োজক দেশের প্রস্তাবনা রাখা হয়েছে। বিসিবির সভাপতি নাজমুল হাসানও এ ব্যাপারে চিন্তিত। মূলত সিলেট ভেন্যুকে নিয়েই চিন্তিত আইসিসি। প্রথমবার আইসিসি পরিদর্শক দল যেভাবে দেখেছিলো এবার এসেও সেই অবস্থায় দেখে গেছে। তবে সিলেট স্টেডিয়ামের কাজ দেরিতে শুরু হওয়ায় আইসিসি পরিদর্শক দলের সন্তুষ্টি অর্জন করতে পারেনি। তাই বিকল্প দেশের কথা চিন্তা করছে আইসিসি। গত ৯ জুন আইসিসি পরিদর্শক দলের একমাত্র সদস্য দক্ষিণ আফ্রিকান ইঞ্জিনিয়ার ইউজেন ভ্যান ভুরেন। তার পাঠানো রিপোর্টের ভিত্তিতেই আইসিসি বিকল্প চিন্তা করে রেখেছে। আইসিসির এই বিকল্প চিন্তার কারণও আছে বিশ্ব টি-টোয়েন্টি টূর্ণামেন্ট আয়োজনের জন্য চারটি ভেন্যু দেখা হয়। বাঙলাদেশে যে চারটি ভেন্যুর নাম আইসিসিতে জমা দেয়া হয়েছে তার মধ্যে সিলেট একটি । অথচ এটি এখনও তৈরি না হওয়ায় আইসিসি চিন্তায় পড়ে গেছে। এর কাজের কথা শ্লথ হওয়ায় আইসিসির এই চিন্তা। অন্য ভেন্যুগুলো হল মিরপুর শেরে বাংলা.কক্সবাজার ও খুলনা ।