মৌলভীবাজার পৌরসভার বাজেট ঘোষনা

0
166
Print Friendly, PDF & Email

নতুন কোনো কর আরোপ ছাড়াই মৌলভীবাজারের  পৌরসভার  ৫০ কোটি ৩৭ লাখ ৯৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পৌর জনমিলন কেন্দ্রে  এক জনাকীর্ণ সুধী সমাবেশে ২০১৩-১৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোঃ ফয়জুল করিম ময়ূন।

আয় খাত হচ্ছে সরকারী অনুদান (এডিপি) প্রকল্প খাতে ৭ কাটি,বিএমডিএপ ২ কোটি জেলা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ১ কোটি, গুরুত্বপূর্ণ জেলা শহর আবঠামো উন্নয়ন প্রকল্প ২ কোটি, মাঝারী শহর পানি সরবরাহ প্রকল্প ৮ কোটি ২২ লাক্ষ টাকা।

ব্যয়ের খাত হচ্ছে পৌর ভবন নির্মান ৫ কোটি রাস্তা নির্মান ৭০ লক্ষ, মার্কেট নির্মান ৩০ লক্ষ পৌর ষ্টাফ কোয়াটার নির্মান ৩০ লক্ষ, ব্রীজ/কালভার্ট নির্মান ২০ লক্ষ সারপেস ওয়াটার ট্রিটমেন্ট প্লাল্ট ও ওভারহেড ট্যাংক নির্মান ৪ কোট ৬৫ লাক্ষ প্রস্তাবিত বাজেট ঘোষণাকালে মেয়র মোঃ ফয়জুল করিম ময়ূন বলেন, এ অর্থ বছরে নুতন কোনো কর আরোপ করা হয়নি।

পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা, মান সম্মত সেবা প্রদানের দিকে লক্ষ্য রেখে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

বাজেট ঘোষণাকালে প্যানেল মেয়র, পৌর কাউন্সিলর, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ কর্মরত বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন