তামিমের বিয়ে নিয়ে পুরো চট্টগ্রাম শহরে এখন সাজ সাজ রব। শুক্রবার রাতে ছিল গায়ে হলুদ পর্ব। আর এই বিয়েকে নিয়ে করা হয়েছে ব্যাপক আয়োজন। পুরো এলাকায় এখন চলছে তামিমের বিয়ে নিয়ে আলোচনা।
কোটি টাকার এই বিয়ের হলুদ আয়োজন করা হয় চট্টগ্রাম ক্লাবের টেনিস কমপ্লেক্সে। এ সময় নানা গণ্য মান্য ব্যক্তি উপস্থিত হন হলুদে। এই বিয়েকে উপলক্ষ্য করে গেলো এক সপ্তায় চলছে নানা আয়োজন। বিয়ের বাজার করা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে।
শনিবার আট বছরের প্রেমিকা আয়েশা সিদ্দিকীকে ঘরে তুলবেন তামিম। সেই বিয়ের অনুষ্ঠানে প্রায় ৩ থেকে ৪ হাজার অতিথি উপস্থিত থাকবেন।