ফসল মার খেলেও নেতার বাম্পার ফলন: ওবায়দুল কাদের

0
122
Print Friendly, PDF & Email

 যেসব সংসদ সদস্যের বিরুদ্ধে অপকর্মে জড়িয়ে পড়ার অভিযোগ এসেছে, তাদের সতর্ক করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।

যে সব জনপ্রতিনিধি জনস্বার্থকে উপেক্ষা করে অপকর্মে জড়িয়ে পড়েছে, তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। আগামী নির্বাচনে তারা আওয়ামী লীগের মনোনয়ন পাবে না, বলেছেন তিনি।

যোগাযোগমন্ত্রী কাদের শনিবার নিজের জেলা নোয়াখালীর সেনবাগ উপজেলার রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।

সম্প্রতি সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীনদের ভরাডুবির পর থেকে তিনি এ থেকে শিক্ষা নেয়ার কথা বলে আসছেন।

দেশের রাজনীতি নিয়ে হতাশা প্রকাশ করে আসা কাদের বলেন, দেশে এখন নেতার ভিড়ে কর্মী খুঁজে পাওয়া যায় না। ফসল মার খেলেও নেতার বাম্পার ফলন, এরা হাইব্রিড নেতা।

আগামী নির্বাচনে জনগণ ভোট দেবে আমাদের কাজের বিচার বিশ্লেষণ করে। ডিজিটাল চেহারা আর হোন্ডা-গেইট গুনে গুনে কেউ ভোট দেবে না।

শেয়ার করুন