বড় নেতাদের আশকারায় অশালীন বক্তব্য দিচ্ছে সংসদ সদস্যরা: সুরঞ্জিত সেন

0
182
Print Friendly, PDF & Email

 কিছু বড় নেতাদের আশকারায় সংসদ সদস্যরা অশালীন বক্তব্য দিয়ে সংসদ ও নিজেদের ছোট করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত।

তিনি বলেন, কিছু বড় নেতাদের আশকারায় সংসদ সদস্যরা অশালীন বক্তব্য দিয়ে সংসদকে ছোট করছেন, সে সাথে নিজেরাও ছোট হচ্ছেন। জাতি তাদের কাছে এটা আশা করে না।

সংসদ অপপ্রচারের জায়গা নয়। এ ধরণের বক্তব্য সংসদ অবমাননার সামিল বলে মন্তব্য করেন সুরঞ্জিত।

শনিবার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে বাংলাদেশ পর্যটন অ্যান্ড অ্যানভায়রনমেন্ট সোসাইটি আয়োজিত ‘চলমান রাজনীতি সুষ্ঠু ও নিরপক্ষে নির্বাচন সরকারের চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সম্প্রতি অনুষ্ঠিত চার সিটি করপোরেশন নির্বাচনের পর বিএনপি নির্বাচন কমিশনকে মেনে নিয়েছে। আমরা তাদের ধন্যবাদ জানাই।

এ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র অংশগ্রহণে আর কোনো বাধা থাকবে না বলে আশা প্রকাশ করে তিনি।

সংসদের উপদেষ্টা হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রফেসর ড:আব্দুল মান্নান এমপি। এতে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক আবু তাহের, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এসএম ফয়েজ মিয়া, হুমায়ূন কবীর মিজি।

শেয়ার করুন