শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।
বুধবার বেলা সাড়ে চারটার দিকে বৃষ্টিপাত শুরু হলে হঠাৎ বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ডেফলাই গ্রামের আবুল হোসেনের স্ত্রী রেনু বেগম (৪০) ও রাংটিয়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে আ. লতিফ (৫০)।
আহতরা হলেন, নওকুচি গ্রামের আ. লতিফের ছেলে আলাল মিয়া (২২) ও নন্নী বাগবেড়ের চঞ্চল হকের স্ত্রী আমেনা খাতুন (৫০)।
নলকুরা ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান বাংলানিউজকে জানান, নিজ বাড়িতে বৃষ্টির সময় বাইরে কাজ করা অবস্থায় বজ্রপাত হলে আহত অবস্থায় ঝিনাইগাতী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।