আজ সিঙ্গাপুর যাচ্ছেন খালেদা

0
200
Print Friendly, PDF & Email

আজ রোববার রাতে সিঙ্গাপুর যাচ্ছেন বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া।
সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিরোধী দলীয় নেত্রী চিকিৎসা নেবেন বলে বিএনপি সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, এর আগে গত ১৯ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের চিকিৎসার জন্য যান খালেদা জিয়া। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার ধারাবাহিকতায় চিকিৎসার উদ্দেশে সিঙ্গাপুর যাচ্ছেন তিনি।
রোববার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে বিরোধীদলীয় নেতা সিঙ্গাপুর রওনা হবেন। তার সঙ্গে যাবে পরিবারের সদস্যরাও ।
খালেদা জিয়া চিকিৎসা শেষে আগামী ২৪ জুন দেশে ফিরে আসবেন বলে দলীয় সূত্র জানায়।

শেয়ার করুন