সিটি নির্বাচন, আগামী জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে: যোগাযোগমন্ত্রী

0
116
Print Friendly, PDF & Email

আসন্ন চার সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে যে প্রভাব ফেলবে সে সম্পর্কে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘চার সিটি করপোরেশন নির্বাচন আগামী জাতীয় নির্বাচনের একটি আগাম সতর্কবার্তা। চার সিটি নির্বাচনে দেশের রাজনীতিবিদ এবং প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা পরাজিত হবেন, আগামী জাতীয় নির্বাচনে তাদের জন্যে সতর্কবার্তা বহন করবে।’
 
তিনি বলেন, বর্তমান সরকার আমলে অনুষ্ঠিত বিগত কয়েকটি সিটি করপোরেশন সুষ্ঠু হয়েছে। অতীতের ধারাবাহিকতায় এবারও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে চার সিটি করপোরেশন নির্বাচন।’
 
তিনি শনিবার কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোডে রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।
 
এ সময় চার লেন কাজের প্রকল্প পরিচালক ইবনে আলম হাসান, অতিরিক্ত  প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান, কুমিল্লা সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম রাজ খান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন