দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের উপর রিমান্ডের নামে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা.শাহাদাৎ হোসেন।
শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মাহমুদুর রহমানের মুক্তি ও আমার দেশ’র ছাপাখানা খুলে দেয়ার দাবিতে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
শাহাদাৎ বলেন, ‘মাহমুদুর রহমান দেশের গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক। ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে তার সাহসী লেখনী দেশের গণতান্ত্রিক শক্তিকে জাগ্রত করেছিলো। বর্তমান স্বৈরাচারী সরকারের নানা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধেও কলম লড়াই চালিয়ে যাওয়ায় তিনি সরকারের চক্ষুশূল হয়ে উঠেন। তার কন্ঠ স্তব্ধ করে দিতে রিমান্ডের নামে চালানো হচ্ছে অমানবিক জুলুম নির্যাতন।’
শাহাদাৎ বলেন, ‘৭৪ সালের ১৬ জুন শেখ মুজিবুর রহমান ৪ টি ছাড়া দেশের সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন। তার উত্তরসূরি ক্ষমতায় এসে আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, চ্যানেল ওয়ানসহ একের পর এক ভিন্নমতের প্রায় সকল মিডিয়া বন্ধ করে দিয়েছেন।’
তিনি বলেন, ‘মাহমুদুর রহমানের উপর যে নির্যাতন চালানো হচ্ছে, সময় এলে তার হিসাব বুঝিয়ে দেয়া হবে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন দেশের জনগণ মেনে নেবে না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।’
মাহমুদুর রহমান মুক্তি সংগ্রাম পরিষদ ও আমার দেশ পাঠক মেলা আয়োজিত এ কর্মসূচীতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আবু সুফিয়ান।
এতে আরও বক্তব্য রাখেন, প্রবীণ বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, চবি শিক্ষক অধ্যাপক নসরুল কদির, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো. শাহনওয়াজ, দৈনিক আমার দেশ চট্টগ্রামের ব্যুরো প্রধান জাহিদুল করিম কচি, নগর মহিলা দল সভাপতি কাউন্সিলর মানোয়ারা বেগম মণি প্রমুখ।
মানববন্ধন ও সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।