রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমে ভোট হওয়া তিন কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।
রাজশাহী গভ. ল্যাবরেটরি হাই স্কুল, লক্ষ্মীপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে বুলবুলের আনারস প্রতীক পেয়েছে ২৩৭৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন মহাজোট সমর্থিত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের তাল প্রতীক পেয়েছে ২১৩৬ ভোট।
তবে ইবিএমে জটিলতা দেখা দেয়ায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজের ৩১০ ভোট এখনো গণনা করা যায়নি। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জহুরুল ইসলাম জানিয়েছেন, পরে তা জানানো হবে।
রাজশাহী সিটি কর্পোরেশনে মোট ভোটার ২ লাখ ৮৬ হাজার ৯১৭ জন। এর মধ্যে নারী ১ লাখ ৪৩ হাজার ৫২২ এবং পুরুষ ১ লাখ ৪৩ হাজার ৩৯৫ জন।
১৯৮৭ সালের ১ অগাস্ট রাজশাহী সিটি কর্পোরেশনের যাত্রা শুরু হয়। এ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের তিনটি কেন্দ্রে এবার ইভিএমে ভোট হয়েছে।