নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার রাত ১২টায় শেষ হয়েছে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা। তবে, প্রার্থীদের আনুষ্ঠানিক মাইকিং, লিফলেট বিলি, গণসংযোগ বন্ধ হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবারও চলছে দুই মেয়র প্রার্থীর প্রচারণা।
প্রযুক্তি প্রিয় ভোটারদের আকৃষ্ট করতে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক ও বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনির সমর্থকরা ফেসবুক ও এসএমএসের মাধ্যমে ভোট প্রার্থনা করছেন।
ফেসবুক পেইজে সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাচনকেন্দ্রিক বক্তব্য পোস্ট করছেন তাদের সমর্থকরা। ভোট প্রার্থনা করে মোবাইলে মোবাইলে পাঠাচ্ছেন এসএমএস বার্তা। অনলাইনে একাধিক অ্যাকাউন্ট গ্রুপ পেইজ, ফ্যান পেইজ খুলে প্রার্থীর প্রতীক ও ছবি দিয়ে চালানো হচ্ছে এসব প্রচার-প্রচারণা। এসব প্রচারণায় মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে একদিকে যেমন মহানগর আ’লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজানের ছবি, অন্যদিকে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপির ছবি বেশি দেখা যাচ্ছে।