গুরুদাসপুরে দলীয় ক্ষমতার বলে ৭ জনকে অবৈধ নিয়োগ প্রদান

0
285
Print Friendly, PDF & Email

Normal 0 false false false MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:”Table Normal”; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-parent:””; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:”Times New Roman”; mso-ansi-language:#0400; mso-fareast-language:#0400; mso-bidi-language:#0400;}

নাটোরের গুরুদাসপুরে স্কুল-কলেজে নিয়োগ নিয়ে কোন্দল চলছেদলীয় ক্ষমতার দাপটে বহিস্কৃত শিক্ষকরা নিয়মবর্হিভূত ভাবে ৭জনকে নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে  এ ঘটনার জের ধরে গত বুধবার সকালে মশিন্দা ইউনিয়নের কাছিকাটা স্কুল এ্যান্ড কলেজে বদিউজ্জামান নামের এক শিককে মারধর ও লাঞ্চিত করেছে নামধারী ভূয়া নিয়োগ প্রাপ্ত শিকরাস্কুল ও থানা সুত্রে জানাযায়,- ৫-৬ বছর আগে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে তারিকুল ইসলাম নামের এক অধ্যকে অনির্দিষ্টকালের জন্য বরখা¯— করা হয়এর আগে কলেজটির প্রতিষ্ঠাতা অধ্যমোঃ হাবিবুর রহমানের অনিয়ম চাপানো হলে তিনি ¯^চ্ছায় পদত্যাগ পত্র জমা দেনএরই সুযোগে পদ দখল করে বর্তমান সরকার দলের নেতা ও অধ্য তারিকুল ইসলামকিন্তু পদ বেশীদিন ধরে রাখতে পারেননি¯^চ্ছাচারিতা, অনিয়ম, অর্থ আত্মসা সহ বিভিন্ন অপরাধে তাকে প্রতিষ্ঠান থেকে বহিস্কার করা হয়ঘটনার দিন গত বুধবার সকালে প্রতিষ্ঠানে ঢুকে বহিস্কৃত সহকারী করণীক মোঃ আনিছুর রহমান ওরফে কামালের নেতৃত্বে ভূয়া নিয়োগপ্রাপ্ত আল-আমিন, আব্দুর রউফ, সাবিনা খাতুন, জাকিয়া খাতুন, আলমগীর হোসেন, রাসেল সহ ৮/১০ জনের একটি দল বদিউজ্জমানের ওপর অতর্কিত হামলা চালান  এতে ওই স্কুলের শিক বদিউজ্জামান মারাত্বক ভাবে আহত হয়পরে এলাকাবাসি কলেজে ঢুকে তাকে উদ্ধার করেএ ঘটনার তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে স্কুলের শি, শিার্থীরা ক্লাস বর্জন করে একটি লাঠি মিছিল বের করেনএ ব্যাপারে কলেজের শিকরা গুরদাসপুর থানা ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ পত্র জমাদেন

 

আহত কলেজ শিক বদিউজ্জামান বলেন,- ঘটনার দিন তিনি প্রতিষ্ঠানে অফিস কে বসেছিলেনইতিমধ্যে অবৈধ নিয়োগপ্রাপ্ত অধ্যও ভূয়া শিকরা অফিস কে ঢুকে তার কাছ থেকে রেজিষ্টার খাতা চাইলে তিনি দিতে আপত্তি জানালে আমাকে লাঞ্চিত করেএদিকে কলেজের অন্য শিকরা এগিয়ে এলে তাদের ওপর হামলা চালায় বহি®কৃত অবৈধ নিয়োগপ্রাপ্ত আনিছুর রহমান কামালের সন্ত্রাসী বাহিনীএ অবস্থায় স্কুলের পাঠদান ব্যহত হচ্ছে বলে তিনি জানান

 

অভিযুক্ত ভূয়া নিয়োগপ্রাপ্ত কামালের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি

 

এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইসামিন আক্তার বলেন, আমার কাছে অভিযোগ আসলে তা গুরদাসপুর থানায় পাঠিয়ে দেয়া হয়েছে

 

উপজেলা মাধ্যমিক শিা অফিসার মোঃ সাইদুর রহমান বলেন,- তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কে থেকে বিষয়টি জেনেছেনতবে এব্যপারে তার কোনকিছু বলার নেই

 

গুরদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন,- এ ব্যপারে কলেজটির সকল শিক বাদি হয়ে থানায় একটি অভিযোগ পত্র জমা দিয়েছেনঅভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হবে

 

শেয়ার করুন