Normal 0 false false false MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:”Table Normal”; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-parent:””; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:”Times New Roman”; mso-ansi-language:#0400; mso-fareast-language:#0400; mso-bidi-language:#0400;}
নাটোরের গুরুদাসপুরে স্কুল-কলেজে নিয়োগ নিয়ে কোন্দল চলছে। দলীয় ক্ষমতার দাপটে বহিস্কৃত শিক্ষকরা নিয়মবর্হিভূত ভাবে ৭জনকে নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার জের ধরে গত বুধবার সকালে মশিন্দা ইউনিয়নের কাছিকাটা স্কুল এ্যান্ড কলেজে বদিউজ্জামান নামের এক শি¶ককে মারধর ও লাঞ্চিত করেছে নামধারী ভূয়া নিয়োগ প্রাপ্ত শি¶করা। স্কুল ও থানা সুত্রে জানাযায়,- ৫-৬ বছর আগে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে তারিকুল ইসলাম নামের এক অধ্য¶কে অনির্দিষ্টকালের জন্য বরখা¯— করা হয়। এর আগে কলেজটির প্রতিষ্ঠাতা অধ্য¶ মোঃ হাবিবুর রহমানের অনিয়ম চাপানো হলে তিনি ¯ে^চ্ছায় পদত্যাগ পত্র জমা দেন। এরই সুযোগে পদ দখল করে বর্তমান সরকার দলের নেতা ও অধ¶্য তারিকুল ইসলাম। কিন্তু পদ বেশীদিন ধরে রাখতে পারেননি। ¯ে^চ্ছাচারিতা, অনিয়ম, অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অপরাধে তাকে প্রতিষ্ঠান থেকে বহিস্কার করা হয়। ঘটনার দিন গত বুধবার সকালে প্রতিষ্ঠানে ঢুকে বহিস্কৃত সহকারী করণীক মোঃ আনিছুর রহমান ওরফে কামালের নেতৃত্বে ভূয়া নিয়োগপ্রাপ্ত আল-আমিন, আব্দুর রউফ, সাবিনা খাতুন, জাকিয়া খাতুন, আলমগীর হোসেন, রাসেল সহ ৮/১০ জনের একটি দল বদিউজ্জমানের ওপর অতর্কিত হামলা চালান। এতে ওই স্কুলের শি¶ক বদিউজ্জামান মারাত্বক ভাবে আহত হয়। পরে এলাকাবাসি কলেজে ঢুকে তাকে উদ্ধার করে। এ ঘটনার তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে স্কুলের শি¶ক, শি¶ার্থীরা ক্লাস বর্জন করে একটি লাঠি মিছিল বের করেন। এ ব্যাপারে কলেজের শি¶করা গুর“দাসপুর থানা ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ পত্র জমাদেন।
আহত কলেজ শি¶ক বদিউজ্জামান বলেন,- ঘটনার দিন তিনি প্রতিষ্ঠানে অফিস ক¶ে বসেছিলেন। ইতিমধ্যে অবৈধ নিয়োগপ্রাপ্ত অধ্য¶ ও ভূয়া শি¶করা অফিস ক¶ে ঢুকে তার কাছ থেকে রেজিষ্টার খাতা চাইলে তিনি দিতে আপত্তি জানালে আমাকে লাঞ্চিত করে। এদিকে কলেজের অন্য শি¶করা এগিয়ে এলে তাদের ওপর হামলা চালায় বহি®কৃত অবৈধ নিয়োগপ্রাপ্ত আনিছুর রহমান কামালের সন্ত্রাসী বাহিনী। এ অবস্থায় স্কুলের পাঠদান ব্যহত হচ্ছে বলে তিনি জানান।
অভিযুক্ত ভূয়া নিয়োগপ্রাপ্ত কামালের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইসামিন আক্তার বলেন, আমার কাছে অভিযোগ আসলে তা গুর“দাসপুর থানায় পাঠিয়ে দেয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শি¶া অফিসার মোঃ সাইদুর রহমান বলেন,- তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার ক¶ে থেকে বিষয়টি জেনেছেন। তবে এব্যপারে তার কোনকিছু বলার নেই।
গুর“দাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন,- এ ব্যপারে কলেজটির সকল শি¶ক বাদি হয়ে থানায় একটি অভিযোগ পত্র জমা দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হবে।