সিংড়ায় মৎস্য কর্মকর্তাকে পিটিয়েছে যুবলীগ সভাপতি প্রতিবাদে কর্ম বিরতি থানায় মামলা দায়ের

0
171
Print Friendly, PDF & Email

Normal 0 false false false MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:”Table Normal”; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-parent:””; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:”Times New Roman”; mso-ansi-language:#0400; mso-fareast-language:#0400; mso-bidi-language:#0400;}

বিধি বহির্ভূতভাবে মস্যজীবীর প্রত্যয়ন দিতে অপারগতা প্রকাশ করায় নাটোরের সিংড়ায় অদ্বৈত চন্দ্র দাস নামের এক সিনিয়র মস্য কর্মকর্তাকে পিটিয়েছে উপজেলা যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম শরিফবৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা মস্য কর্মকর্তার কার্যালয়ে এঘটনা ঘটেএঘটনার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতার দাবিতে কর্ম বিরতি পালন করছে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দএবিষয়ে উপজেলা মস্য কর্মকর্তা অদ্বৈত চন্দ্র দাস বাদী হয়ে শরিফসহ ৩জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২-৩ জনের নামে সিংড়া থানায় একটি মামলা দায়ের করেছে

 

থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম শরিফ ও শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ¯^পনের নেতৃত্বে অজ্ঞাত লোকজন মস্য অফিসে অবৈধভাবে প্রবেশ করে বিধি বহির্ভুতভাবে ইয়ারত আলী নামে একটি মস্যজীবী প্রত্যয়ন দাবি করেসরকারী নিয়মের পরিপন্থী হওয়ায় মস্য কর্মকর্তা অপারগতা প্রকাশ করায় অকথ্য ভাষায় গালি গালাজ ও মারপিট করা হয়পরে ভয় ভীতি প্রদর্শনসহ হত্যার হুমকি দেয়া হয়

 

এবিষয়ে অভিযুক্ত উপজেলা যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম মারপিটের বিষয় সত্য নয় দাবি করে বলেন, দুটি উচ্চ বাক্যে কথা হয়েছে মাত্র

 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজুর রহমান মামলার সত্যতা ¯^ীকার করেন

 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান খান ঘটনার সত্যতা ¯^ীকার করে জানান, এঘটনার প্রতিবাদে উপজেলার প্রশাসনিক দপ্তরে কর্ম বিরতি চলছেব্যবস্থা সাপেক্ষে আগামী রোববার কাজে যোগদান করা হবেআর আমরা সরকারের কাজ করবো কি মার খেয়ে?

 

 

 

শেয়ার করুন